Surprise Me!

ঢাকার যে সব সড়কে রিকশা বন্ধ | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

রাজধানীর উত্তর বাড্ডা সড়কের পাশে রিকশা রেখে ফুটপাতে বসে গল্প করছিলেন দুই রিকশাচালক। অল্প কিছু সময়ের ব্যবধানে আরও কয়েকজন রিকশাচালক তাদের সঙ্গে যোগ দিলেন। তাদের আলোচনার বিষয় সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের বিষয় নিয়ে।<br /><br />এসব রিকশাচালকদের একজন সিদ্দিকুর রহমান। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ঢাকা শহরে প্রায় ১৫ বছর ধরে রিকশা চালাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা আজ সকালেই জেনেছি, যে আগামী ৭ জুলাই থেকে বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয়া হবে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়া মানে অসহায়-দরিদ্র রিকশাচালকদের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই না।’<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/511277

Buy Now on CodeCanyon